Sat, Oct 8th, 2011 2:48 am BdST | Dial 2000 from your GP mobile for latest news |
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় 'কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার' ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "শিশুদের চারিত্রিক এবং মানসিক বৃদ্ধিতে শিল্প ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অনেক। এর গুরুত্ব অনুধাবন করে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা দীর্ঘ ৫৫ বছর ধরে কাজ করে যাচ্ছে।"
তিনি বলেন, বর্তমান সরকার জাতীয় শিশুনীতি ২০১১ ঘোষণা করেছে। এ নীতি অনুযায়ী প্রতিবন্ধী শিশু, কন্যা শিশু, পথশিশু এবং শ্রমজীবী শিশুদের অধিকার রক্ষায় সরকার কাজ করছে।
অন্যদের মধ্যে সংগঠনের পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদ, সহ সভাপতি রুবি রহমান, মোফাবেজা খানম মুস্তারী আলোচনায় অংশ নেন।
এরপর প্রতিমন্ত্রী শিশুদের গল্পবলা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আলোচনা অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীর পর সংগঠনের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
১৯৫৬ সালের ৫ অক্টোবর কবি সুফিয়া কামাল, রোকনুজ্জামান খান দাদা ভাই, আব্দুল্লাহ আল মুতি এবং অজিৎ গুহর মতো ব্যক্তিদের হাত ধরে কচি-কাঁচার মেলা যাত্রা শুরু করে।
No comments:
Post a Comment