Tue, Oct 4th, 2011 11:16 pm BdST | Dial 2000 from your GP mobile for latest news |
মুক্তিযোদ্ধার ভুয়া সনদ দেখিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে দুই বছর চাকরির সুবিধা নেওয়ার অভিযোগে প্রজ্ঞাপনটি কেন বাতিল করা হবে না এ মর্মে রুল জারি করে হাইকোর্ট।
হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারক সালমা মাসুদ চৌধুরী ও নজরুল ইসলাম খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রিট পিটিশনের শুনানির পর গত সোমবার এ আদেশ দেয়।
হাইকোর্টে জনস্বার্থে এ রিট পিটিশনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবি আব্দুল্লাহ আসাদ।
এ মামলায় অভিযুক্ত নুরুল হুদা ছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ আরো চারজনকে বিবাদি করা হয়েছে।
অন্যরা হলেন- শিক্ষা মন্ত্রাণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিলের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা প্রশাসক।
গত বছরের ৭ অক্টোবর চট্টগ্রাম বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নরুল হুদার চাকরির মেয়াদ শেষ হয়।
এরপর চলতি বছরের ৩ মে শিক্ষা মন্ত্রাণালয়ের এক প্রজ্ঞাপনে মুক্তিযোদ্ধা কর্মকর্তা হিসেবে বিএসএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে তার চাকরির মেয়াদ দুই বছর বৃদ্ধি কর হয়।
No comments:
Post a Comment