জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও বিবিএ কোর্সে ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনের জন্য লড়বে ৪৯ শিক্ষার্থী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ২ হাজার ৭২০টি। এবার মোট ১ লাখ ৩২ হাজার ১৪৭টি আবেদনপত্র জমা পড়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ওয়াহিদুজ্জামান জানিয়েছেন।
সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তির জন্য নির্ধারিত ঘ ইউনিটে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বলে জানান তিনি।
ঘ ইউনিটে ৫৫৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৩ হাজার ৮১৪ টি। এই ইউনিটে আসন প্রতি লড়বে ৬১ জন পরীক্ষার্থী ।
বিজ্ঞান অনুষদের জন্য নির্ধারিত ক ইউনিটে আসন প্রতি লড়বে গড়ে ৩৬ জন। এ ইউনিটে ৭৯৫ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৮ হাজার ৩৭৬টি।
কলা অনুষদে ভর্তির জন্য নির্ধারিত খ ইউনিটে আসন প্রতি লড়বে ৪৭ জন। এ ইউনিটে ৭১০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৩ হাজার ৩৫৫টি।
ব্যবসায় প্রশাসন অনুষদে ভর্তির জন্য গ ইউনিটে আসন প্রতি লড়বে ৫৬ জন। গ ইউনিটে ৬৬০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৬ হাজার ৬০২টি।
আগামী ১৪ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। বিরতি দিয়ে তা চলচে ১৮ নভেম্বর পর্যন্ত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ২ হাজার ৭২০টি। এবার মোট ১ লাখ ৩২ হাজার ১৪৭টি আবেদনপত্র জমা পড়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ওয়াহিদুজ্জামান জানিয়েছেন।
সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তির জন্য নির্ধারিত ঘ ইউনিটে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বলে জানান তিনি।
ঘ ইউনিটে ৫৫৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৩ হাজার ৮১৪ টি। এই ইউনিটে আসন প্রতি লড়বে ৬১ জন পরীক্ষার্থী ।
বিজ্ঞান অনুষদের জন্য নির্ধারিত ক ইউনিটে আসন প্রতি লড়বে গড়ে ৩৬ জন। এ ইউনিটে ৭৯৫ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৮ হাজার ৩৭৬টি।
কলা অনুষদে ভর্তির জন্য নির্ধারিত খ ইউনিটে আসন প্রতি লড়বে ৪৭ জন। এ ইউনিটে ৭১০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৩ হাজার ৩৫৫টি।
ব্যবসায় প্রশাসন অনুষদে ভর্তির জন্য গ ইউনিটে আসন প্রতি লড়বে ৫৬ জন। গ ইউনিটে ৬৬০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৬ হাজার ৬০২টি।
আগামী ১৪ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। বিরতি দিয়ে তা চলচে ১৮ নভেম্বর পর্যন্ত।
No comments:
Post a Comment