ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গতকাল অল্পের জন্য রক্ষা পেয়েছে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেন। গ্রামবাসীর বিচক্ষণতায় ট্রেন রক্ষা পায়। লেভেল ক্রসিংয়ে একটি ট্রাক গর্তে পড়ে গেলে ট্রেনটি দুর্ঘটনার শঙ্কা দেখা দেয়। চালক যখন ট্রেন থামায় তখন ট্রাকটি মাত্র ২০ গজ দূরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাথর বোঝাই ট্রাকটি একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে আখাউড়া আউটার সিগন্যালের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা লেভেল ক্রসিং পার হওয়ার সময় গর্তে পড়ে যায়। এর কিছু সময়ের মধ্যে ট্রেন আসতে দেখে লোকজন রেললাইনের উপর দাঁড়িয়ে যায়। তারা কেউ লাল নিশান, কেউ মসজিদের জন্য চাঁদা তোলার মাইকে ট্রেন থামাতে অনুরোধ জানাতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাথর বোঝাই ট্রাকটি একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে আখাউড়া আউটার সিগন্যালের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা লেভেল ক্রসিং পার হওয়ার সময় গর্তে পড়ে যায়। এর কিছু সময়ের মধ্যে ট্রেন আসতে দেখে লোকজন রেললাইনের উপর দাঁড়িয়ে যায়। তারা কেউ লাল নিশান, কেউ মসজিদের জন্য চাঁদা তোলার মাইকে ট্রেন থামাতে অনুরোধ জানাতে থাকে।
No comments:
Post a Comment