Friday, October 7, 2011

জগন্নাথে প্রতি আসনের জন্য লড়বে ৪৯ শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও বিবিএ কোর্সে ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনের জন্য লড়বে ৪৯ শিক্ষার্থী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ২ হাজার ৭২০টি। এবার মোট ১ লাখ ৩২ হাজার ১৪৭টি আবেদনপত্র জমা পড়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ওয়াহিদুজ্জামান জানিয়েছেন।

সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তির জন্য নির্ধারিত ঘ ইউনিটে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বলে জানান তিনি।

ঘ ইউনিটে ৫৫৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৩ হাজার ৮১৪ টি। এই ইউনিটে আসন প্রতি লড়বে ৬১ জন পরীক্ষার্থী ।

বিজ্ঞান অনুষদের জন্য নির্ধারিত ক ইউনিটে আসন প্রতি লড়বে গড়ে ৩৬ জন। এ ইউনিটে ৭৯৫ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৮ হাজার ৩৭৬টি।

কলা অনুষদে ভর্তির জন্য নির্ধারিত খ ইউনিটে আসন প্রতি লড়বে ৪৭ জন। এ ইউনিটে ৭১০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৩ হাজার ৩৫৫টি।

ব্যবসায় প্রশাসন অনুষদে ভর্তির জন্য গ ইউনিটে আসন প্রতি লড়বে ৫৬ জন। গ ইউনিটে ৬৬০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৬ হাজার ৬০২টি।

আগামী ১৪ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। বিরতি দিয়ে তা চলচে ১৮ নভেম্বর পর্যন্ত।

No comments:

Post a Comment