Friday, October 7, 2011

'চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যানের চাকরি বাতিল নয় কেন'

Tue, Oct 4th, 2011 11:16 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news  
চট্টগ্রাম, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল হুদার চাকরির মেয়াদ বৃদ্ধি কেন বাতিল করা হবে না জানতে চেয়েছে হাইকোর্ট।

মুক্তিযোদ্ধার ভুয়া সনদ দেখিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে দুই বছর চাকরির সুবিধা নেওয়ার অভিযোগে প্রজ্ঞাপনটি কেন বাতিল করা হবে না এ মর্মে রুল জারি করে হাইকোর্ট।

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারক সালমা মাসুদ চৌধুরী ও নজরুল ইসলাম খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রিট পিটিশনের শুনানির পর গত সোমবার এ আদেশ দেয়।

হাইকোর্টে জনস্বার্থে এ রিট পিটিশনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবি আব্দুল্লাহ আসাদ।

এ মামলায় অভিযুক্ত নুরুল হুদা ছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ আরো চারজনকে বিবাদি করা হয়েছে।

অন্যরা হলেন- শিক্ষা মন্ত্রাণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিলের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা প্রশাসক।

গত বছরের ৭ অক্টোবর চট্টগ্রাম বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নরুল হুদার চাকরির মেয়াদ শেষ হয়।

এরপর চলতি বছরের ৩ মে শিক্ষা মন্ত্রাণালয়ের এক প্রজ্ঞাপনে মুক্তিযোদ্ধা কর্মকর্তা হিসেবে বিএসএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে তার চাকরির মেয়াদ দুই বছর বৃদ্ধি কর হয়।

No comments:

Post a Comment