Saturday, October 8, 2011

জীবন্ত কবর দেওয়া দু'দিনের শিশু জীবিত উদ্ধার

ঢাকা, অক্টোবর ০৮

- দু'দিনের এক শিশুকে জীবন্ত কবর দেওয়ার পর তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর এ ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বোধনা গ্রামে। এক কৃষকের মাধ্যমে উদ্ধার হওয়া শিশুটি এখন সুস্থ্য আছে।

বৃহস্পতিবার বিকেলে ওই কৃষক যখন তার ক্ষেতে কাজ করছিলেন, তখন হঠাৎ করেই শিশুর কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস অনুসন্ধান করে তিনি দেখতে পান একটি ছোট শিশুর মাথা মাটি থেকে বের হয়ে আছে। শিশুটিকে জীবন্ত কবর দেওয়া হয়েছে বুঝতে পারেন তিনি। শিশুটি কোনভাবে তার মাথা মাটি ফুঁড়ে বের করতে পেরেছিল।

উদ্ধার করার পর শিশুটিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান তিনি। হাসপাতালের চিকিৎসকদের ধারণা, উদ্ধার করার সময় শিশুটি দু'দিন বয়সী ছিলো।

মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী শ্রীমতি অর্চনা চিতনিস হাসপাতালে শিশুটিকে দেখতে যান। তিনি শিশুটিকে ঠিকমতো পরিচর্যা করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। শিশুটি দ্রুত সুস্থ হয়ে উঠছে।

শিশুটির বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তবে খুঁজে পাওয়া গেলেও শিশুটিকে আর তাদের কাছে হস্তান্তর করা হবে না বলে জানিয়েছে এনডিটিভি। ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।

২০০৯ সালের এক পরিসংখ্যানে দেখা যায়, মধ্যপ্রদেশে অবৈধ গর্ভপাত এবং কন্যাশিশু হত্যার ঘটনা দেশটির সর্বোচ্চ।

No comments:

Post a Comment